করোনায় সহযোগিতার হাত বাড়িয়েছে ডিএসইর কৌশলগত অংশীদার

সময়: সোমবার, জুলাই ১৩, ২০২০ ৬:২১:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : করোনায় সহযোগিতার হাত বাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনঝেন স্টক এক্সচেঞ্জ। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা বিশ্ব আজ করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত৷ বাংলাদেশও এর বাইরে নয়৷ এ বিপর্যস্ত অবস্থায় সামাজিক সুরক্ষায় ডিএসইর কৌশলগত অংশীদার শেনঝেন স্টক এক্সচেঞ্জ এগিয়ে এসেছে। তারা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসইর পরিচালনা পর্ষদ, সকল শেয়ারহোল্ডার, কর্মকর্তা ও কর্মচারী এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট সাংবাদিকদের জন্য মাস্ক পাঠিয়েছেন৷ যা ইতিমধ্যে বিতরন করা হয়েছে।

শেনজেন স্টক এক্সচেঞ্জের এই উদ্যোগকে ডিএসই স্বাগত জানিয়েছে এবং আশা করছে ভবিষ্যতে যে কোন দুর্যোগের সময় উভয় স্টক এক্সচেঞ্জ একে অপরের সহযোগীতা অবাহত থাকবে৷ ডিএসই বিশ্বাস করে এই মাস্ক সামাজিক সুরক্ষায় কিছুটা হলেও উপকারে আসবে৷

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৩০ বার পড়া হয়েছে ।
Tagged