নিজস্ব প্রতিবেদক : খুলনা বীমা মেলায় ১০ কোটি ৬৩ লাখ ১৬ হাজার ৩৮৩ টাকা বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। শুক্রবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বীমা দাবির এ চেক হস্তান্তর করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক’র সঙ্গে ক্ষুদ্রবীমা চুক্তি অনুসারে এই বীমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
অনুষ্ঠানে আইডিআরএ চেয়রম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী; খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মো. হুমায়ুন কবির; আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. এম মোশাররফ হোসেন; বিআইএফএ’র প্রেসিডেন্ট এবং পপুলার লাইফের সিইও বি এম ইউসুফ আলী, গার্ডিয়ান লাইফের সিইও এমএম মনিরুল আলম ও হেড অব মার্কেটিং রুবায়েত সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান