নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে আসে মিউচ্যুয়াল ফান্ড ও আর্থিক খাতের ৯ টি কোম্পানিটি। তালিকায় মিউচ্যুয়াল ফান্ড খাতের ৫টি ও আর্থিক খাতের ৪টি কোম্পানি ছিল বাকি ১টি ছিল বীমা খাতের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গেইনারের শীর্ষে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। এ ইউনিটের দর ৯.৮৬ শতাংশ বা ৭০ পয়সা দর বেড়ে প্রতিটি ইউনিট সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। এদিন ১১৫ বারে ৯ লাখ ২২ হাজার ৯৭টি ইউনিট লেনদেন হয়। এগুলোর মোট বাজার মূল্য ছিল ৭০ লাখ ৫০ হাজার টাকা।
সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড রয়েছে গেইনারের দ্বিতীয় স্থানে। এ ইউনিটের দর ৯.৪৫ শতাংশ বা ৭০ পয়সা দর বেড়ে প্রতিটি ইউনিট সর্বশেষ ৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। এদিন প্রতিষ্ঠানটির ২০৬ বারে ১৮ লাখ ১৬ হাজার ৪২৫টি ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ১ কোটি ৪৫ লাখ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালেন্স ফান্ড। ৬.৭৮ শতাংশ বা ৪০ পয়সা দর বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। এদিন ৩৪৫ বারে ১১ লাখ ৮২ হাজার ১৮৯ টি শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ৭৪ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে: এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, মাইডাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রিমিয়ার লিজিং, বিডি ফাইন্যান্স, গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী