গ্রামীণফোনের ডিভিডেন্ড ঘোষণা

সময়: মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২০ ২:০৬:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ও ৯০ শতাংশ অন্তবতীকালীনসহ মোট ১৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৫.৫৬ টাকা। যা আগের বছরে ছিল ২৪.৭১ টাকা। এছাড়া আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৮.৪০ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৪২.৫০ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ এপ্রিল, সকাল সাড়ে ১০ টায়, বসুন্ধারা কনভেনশন সেন্টার, বসুন্ধরা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৩ বার পড়া হয়েছে ।
Tagged