নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যুৎ বিতরণ খাতের প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ২০২৪-২৫ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি বছরে লোকসান হওয়ায় ও সংরক্ষিত আয় (retained earnings) ঋণাত্মক অবস্থায় থাকায় লভ্যাংশ প্রদানের সুপারিশ করতে পারেনি।
🔹 বার্ষিক সাধারণ সভা (AGM)
ডেসকোর ২৬তম বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী ১৭ জানুয়ারি ২০২৬, সকাল ১০টাতে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২৫।
🔹 আর্থিক ফলাফল
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ার আয় (EPS) হিসেবে ৩ টাকা ১৫ পয়সা লোকসান দেখিয়েছে। আগের বছর (২০২৩-২৪ অর্থবছর) একই সময়ে লোকসান ছিল ১২ টাকা ৭২ পয়সা প্রতি শেয়ার, অর্থাৎ লোকসানের পরিমাণ কিছুটা কমেছে।
একই সময়ে প্রতি শেয়ার নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ৩৭ টাকা ৯২ পয়সা।
এছাড়া প্রতি শেয়ার কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৩ পয়সা, যা আগের বছর ছিল ১৫ টাকা ৪৯ পয়সা।
🔹 লভ্যাংশ না দেওয়ার কারণ
ডেসকো জানিয়েছে, চলতি অর্থবছরে কোম্পানিটি ক্ষতির মুখে পড়েছে এবং সংরক্ষিত আয় ঋণাত্মক অবস্থায় রয়েছে। ফলে, পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করার মতো আর্থিক সক্ষমতা অর্জন করতে পারেনি।


