চলতি সপ্তাহে পাঁচ কোম্পানির এজিএম

সময়: শনিবার, জুলাই ২০, ২০১৯ ৮:০৯:৪৪ পূর্বাহ্ণ


চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- ম্যারিকো বাংলাদেশ, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামি ব্যাংক, মাইডাস ফাইন্যান্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।

ম্যারিকো বাংলাদেশ: ওষধ ও রাসায়ন খাতের ‘এ’ ক্যাটাগরির ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই বুধবার সকাল ১০টায় ঢাকাস্থ রেডিসন হোটেলে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডেলটা লাইফ ইন্স্যুরেন্স: জীবন বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই বুধবার সকাল ১০টায় ঢাকার গুলশানস্থ ডেলটা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

শাহজালাল ইসলামি ব্যাংক: ব্যাংকিং খাতের ‘এ’ ক্যাটাগরির শাহজালাল ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার মহাখালিস্থ রাওয়া কনভেশন হল-এ অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

মাইডাস ফাইন্যান্স: আর্থিক খাতের ‘এ’ ক্যাটাগরির মাইডাস ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার ধানমন্ডিস্থ মাইডাস কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

বিজিআইসি: বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের (বিজিআইসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটে ঢাকাস্থ লেডিস ক্লােিব অনষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৪৯ বার পড়া হয়েছে ।
Tagged