জরুরি সংবাদ বিজ্ঞপ্তি

চলমান সংকট কাটিয়ে উঠতে ৬ দাবি বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা

সময়: সোমবার, জুন ৮, ২০২০ ৫:৩৮:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের চলমান সংকট কাটিয়ে উঠতে অনতিবিলম্বে ৬ দাবির বাস্তবায়ন চেয়েছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ দফা দাবি তুলে ধরা হয়েছে।
দাবিগুলো হলো:
০১। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত যে ফ্লোর প্রাইস নির্ধারিত আছে, তা আপাতত বহাল রাখতে হবে।

০২। ব্যাংকগুলোকে পুঁজিবাজারে ২০০ কোটি টাকা বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করেছে তা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

০৩। আসন্ন বাজেটে বিনা শর্তে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দিতে হবে।

০৪। তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট ট্যাক্স ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করতে হবে।

০৫। ডিভিডেন্ড এর উপর ট্যাক্স ফি ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি করতে হবে।

০৬। ডিভিডেন্ডের ওপর যে অগ্রীম ট্যাক্স কাটা হয় সেটাকে চূড়ান্ত ট্যাক্স হিসেবে বিবেচনা করতে হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৭৫ বার পড়া হয়েছে ।
Tagged