জাহিন স্পিনিংয়ের উৎপাদন শুরু

সময়: সোমবার, জানুয়ারি ৬, ২০২০ ১:৩১:২৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : অগ্নিকান্ডের দুর্ঘটনার পর উৎপাদন শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং। গত ৫ জানুয়ারি থেকে কোম্পানিটি উৎপাদন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির নারয়নগঞ্জের কারখানায় ২০ ডিসেম্বর অগ্নিকান্ড ঘটে। এরপর থেকে কোম্পানির উৎপাদন বন্ধ ছিল।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এতে কোম্পানিটির প্রায় ১০-১২ কোটি টাকার বা শেয়ারপ্রতি প্রায় ১ টাকা ক্ষতি হয়েছে। ওই দিন থেকে কারখানায় বন্ধ হয়ে যায় উৎপাদন কার্যক্রম। তবে মেশিনারিজের তেমন ক্ষতি না হওয়ায় দ্রুত উৎপাদনে ফেরার আশা করছিল কোম্পানি কর্তৃপক্ষ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৯৪ বার পড়া হয়েছে ।
Tagged