নিজস্ব প্রতিবেদক : দেশীয় জীবন বীমা কোম্পানিগুলো ২০১৮ সালে মোট ৬ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছে। যার ১১ দশমিক ৭৪ শতাংশ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দখলে। গত বছর ১ হাজার ৫৮ কোটি ৭৮ লাখ টাকা গ্রস প্রিমিয়াম আয় করেছে ফারইস্ট লাইফ। এতে দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায়িক দিক থেকে শীর্ষে উঠে আসে কোম্পানিটি।
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭৪ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এ কোম্পানি। গত ২৯ সিপ্টেম্বর রাজধানীর তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট টাওয়ারে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৭ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৬ সালে ১৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় ফারইস্ট লাইফ।
এ প্রসঙ্গে ফারইস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্লাহ বলেন, ‘বীমা আইন মেনে ব্যবসা করছি আমরা। এতে সাধারণ মানুষের অর্জনে সক্ষম হয়েছে ফারইস্ট লাইফ। আইন মেনে ব্যবসা করার কারণেই ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে কোম্পানিটি ভালো ব্যবসা করেছে।’
এদিকে, ব্যবসার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ২০১৮ সালে ৯৬৬ কোটি ১৪ লাখ টাকা গ্রস প্রিমিয়াম আয় করেছে কোম্পানিটি। যার মার্কেট শেয়ার ১০ দশমিক ৭১ শতাংশ।
গত ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০৮ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এ কোম্পানি। গত ২৫ সিপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ন্যাশনাল লাইফ টাওয়ারের এজিএম অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৭ সালে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৬ সালেও ২০ শতাংশ নগদ ও ১৫শতাংশ বোনাস লভ্যাংশ দেয় ফারইস্ট লাইফ।
ব্যবসার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। ২০১৮ সালে ৮০৩ কোটি ৯৮ লাখ টাকা গ্রস প্রিমিয়াম আয় করেছে কোম্পানিটি। যার মার্কেট শেয়ার ৮ দশমিক ৯১ শতাংশ।
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভূক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এ কোম্পানি। গত ১৫ জুলাই রাজধানীর হোটেল পূর্বানীতে এর এজিএম অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৭ সালে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৬ সালেও ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় পপুলার লাইফ।
মার্কেট শেয়ারের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ২০১৮ সালে ৬৬৪ কোটি টাকা গ্রস প্রিমিয়াম আয় করে এ কোম্পানি। মার্কেট শেয়ার ৭ দশমিক ৩৬ শতাংশ। এর পরেই পঞ্চম স্থানে রয়েছে জীবন বীমা করপোরেশন। যার মার্কেট শেয়ার ৫ দশমিক ৮৭ শতাংশ। জীবন বীমা ব্যবসায় ষষ্ঠ স্থানে থাকো মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মার্কেট শেয়ার ৪ দশমিক ৮০ শতাংশ। এছাড়া প্রাইম ইসলামী লাইফের মার্কেট শেয়ার ৪ দশমিক শূন্য ২ শতাংশ, প্রগতি লাইফের মার্কেট শেয়ার ২ দশমিক ৮৪ শতাংশ ও রূপালী লাইফের মার্কেট শেয়ার ২ দশমিক ৩৯ শতাংশ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান