জেমিনি সী ফুড ও ন্যাশনাল টিউবসকে ডিএসই’র নোটিশ

সময়: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১১:০৯:২১ পূর্বাহ্ণ


নিউজ প্রতিবেদক : শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিকে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি দু’টি হলো- জেমিনি সী ফুড এবং ন্যাশনাল টিউবস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ১ সেপ্টেম্বর জেমিনি সী ফুডের সর্বশেষ শেয়ার দর ছিল ২৪৫.৫০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৩১৪.৫০ টাকায়। অর্থাৎ ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬৯ টাকা।

এদিকে ন্যাশন্যাল টিউবসের সর্বশেষ শেয়ার দর গত ৪ সেপ্টেম্বর ছিল ১২১.১০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর সর্বশেষ শেয়ার দর দাঁড়ায় ১৬৭.৯০ টাকায়। অর্থাৎ ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪৬.৮০ টাকা।

কোম্পানি দু’টির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানি দু’টিকে নোটিশ দিয়েছে ডিএসই। কিন্তু নোটিশের জবাবে উভয় কোম্পানিই গত ১২ সেপ্টেম্বর ডিএসইকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৭৩ বার পড়া হয়েছে ।
Tagged