নিজস্ব প্রতিবেদক : ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার ১৬ নভেম্বর সকাল ১০টায় কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠান শুরু হয়।
লটারির ড্র অনুষ্ঠান উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান।
কোম্পানির তথ্য মতে, আইপিওর অনুমোদন পাওয়া ডমিনেজের আইপিওতে গত ১৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে কোম্পানিটির ৩০ কোটি টাকা শেয়ার পেতে ৫৮০ কোটি টাকার বেশি আবেদন জমা পড়ে। কোম্পানির শেয়ার পেতে সাধারণ, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিসহ সবধরনের বিনিয়োগকারীরা আবেদন করেন।
এতে কোম্পানিটির আইপিওতে শেয়ার পেতে বিনিয়োগকারীদের আবেদন পড়েছে প্রায় ২০ গুণ।
কোম্পানিটিকে পুঁজিবাজারে অনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।
ফলাফল জানতে নিচের লিংকে ক্লিক করুন
ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান