ডিএসই’তে শতভাগ দর বেড়েছে সিমেন্ট খাতে

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১২:০৫:১০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিমেন্ট খাতের শেয়ারে সুবাতাস বইতে শুরু করেছে। গতকাল এখাতের শতভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এ ধারা অব্যাহত থাকলে এখাতের বিনিয়োগকারীদের মুনাফার সম্ভাবনা রয়েছে।

প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে গতকাল ৫ দশমিক ২৬ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫২ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটি প্রতিবছর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দিয়ে আসছে।
হাইডলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৩ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা বেড়েছে। কোম্পানিটির শেয়ার দর গতকাল ১৫৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানি প্রতিবছর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দিয়ে আসছে। শুধু প্রিমিয়ার সিমেন্ট বা হাইডলবার্গ সিমেন্টের নয় এ খাতের তালিকাভুক্ত ৭ টি প্রতিষ্ঠানের শেয়ার দরই গতকাল বেড়েছে।
০০০০০
সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ারবাজার দীর্ঘ মন্দা থেকে উত্তরণের জন্য স্টেক হোল্ডাররা সরকারের নিকট পলিসি সাপোর্টসহ নানা প্রস্তাবনা দেয়। বাজারের স্বার্থে সরকার বড় ধরনের পলিসি সাপোর্ট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি দেশের ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। সে অনুযায়ী প্রত্যেকটি সিডিউল ব্যাংক বাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার তহবিল গঠন করতে পারবে। এ খবরে বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে শুরু করেছে। ফলে গত দু’ দিন বাজার ইতিবাচক ধারায় ফিরেছে। একই সঙ্গে দীর্ঘ দিন ঝিমিয়ে পড়া খাতগুলো শেয়ার দর জেগে উঠতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় গতকাল সিমেন্ট খাতের দর শতভাগ বৃদ্ধি পেয়েছে। বাজারে ইতিবাচক ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা তাদের পুঁজি ফিরে পাবে। তাছাড়া বাজার স্থিতিশীলতায় ফিরলে বিনিয়োগকারীদের মুনাফার সম্ভাবনা রয়েছে।
তারা আরও বলছেন, বাজারে সিমেন্ট খাতের বেশ কয়েকটি ভালো মৌলভিত্তি সম্পন্ন প্রতিষ্ঠান রয়েছে। এসব কোম্পানি বিনিয়োগকারীদের নিয়মিত লভ্যাংশ প্রদান করে আসছে। একারণে বিনিয়োগকারীরা এসব কোম্পানিতে বিনিয়োগে আগ্রহী। তাই বাজারের ইতিবাচক ধারায় এসব কোম্পানির শেয়ারে গতি ফিরতে শুরু করেছে।
বাজারে যেসব সিমেন্ট কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে সেগুলো হচ্ছে- আরামিট সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড।
সম্পাদনা: এম এ খালেক

Share
নিউজটি ৪৭৮ বার পড়া হয়েছে ।
Tagged