নিজস্ব প্রতিবেদক: আজ ২০ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এমারেন্ড ওয়েল লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন এমারেন্ড ওয়েলের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১০ টাকা বা ৯.২৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ারদর কমেছে ২ টাকা বা ৯.০৫ শতাংশ।
আর ৫৯ টাকা ৩০ পয়সা বা ৭.১৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাম্বি ফার্মা।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, দেশবন্ধু পলিমার, সিমটেক্স, লিবরা ফার্মা, রিপাবলিক ইন্সুরেন্স, মেঘনা সিমেন্ট, হাওয়েল টেক্সটাইল ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড।