নিজস্ব প্রতিবেদক: আজ ২৪ জুন’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৫ কোটি ৩৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ১০৮ টাকা ৫০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। আজ ডিএসইতে কোম্পানিটির ১১ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৫ টাকা ১০ পয়সা।
১০ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২০৫ টাকা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল হোটেলের ১০ কোটি ১৭ লাখ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৯ কোটি ২৮ লাখ ৮৫ হাজার টাকা, খান ব্রাদার্সের ৭ কোটি ৫২ লাখ ২৮ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৭ কোটি ৫ হাজার টাকা, মুন্নু সিরামিকসের ৬ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৬ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকা এবং ফাইন ফুডসের ৫ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।