ডিএসইর শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ

সময়: মঙ্গলবার, মার্চ ৩, ২০২০ ২:৫১:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার শীর্ষ স্থান দখল করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া শীর্ষ ১০ তালিকার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে এমটিবি সিকিউরিটিজ লিমিটেড। পঞ্চম স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। ৬ষ্ট স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। সপ্তম স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, অষ্টম ইউনাইটেড ফিন্যান্স ট্রেডিং কোম্পানি, নবম ইউনিক্যাপ সিকিউরিটিজ ও দশম সিটি ব্রোকারেজ লিমিটেড।
এছাড়াও শীর্ষ ব্রোকারজের তালিকায় রয়েছে- শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, এবি সিকিউরিটিজ লিমিটেড, বিডি সানলাইফ সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, রয়েল ক্যাপিটাল লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪১২ বার পড়া হয়েছে ।
Tagged