ডিবিএর নতুন ভাইস প্রেসিডেন্ট হলেন সাজিদুল ইসলাম

সময়: বুধবার, অক্টোবর ২৮, ২০২০ ১১:১৬:৩৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদুল ইসলামকে পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি সংগঠনটির পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

এসোসিয়েশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এসোসিয়েশনের ৭৩তম পর্ষদ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে চলতি মেয়াদের জন্যে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

উল্লেখ্য যে, ইতিপূর্বে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ মোহাম্মদ আলী, এফসিএকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিলে এসোসিয়েশনে তার পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট পটি শূণ্য হয়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৭৫ বার পড়া হয়েছে ।
Tagged