ডেডলাইন ১৪ জুন

ডেবট সিকিউরটিজ আইনের খসড়া প্রকাশ

সময়: রবিবার, মে ৩১, ২০২০ ৭:৪৪:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডেবট সিকিউরিটিজ) রুলস,২০২০ এর আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। উক্ত খসড়া আইনের ওপর মতামত কমিশন বরাবর পাঠানোর জন্য আগামী ১৪ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রকাশিত খসড়া আইনের বিষয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টরা নিয়ন্ত্রক সংস্থার কাছে তাদের মতামত জানাতে পারবেন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডেবট সিকিউরিটিজ আইনের খসড়ায় বলা হয়েছে, স্ট্যাচুটরি বডি বা ট্রাস্ট ছাড়া অন্যান্য ইস্যুয়ারকে পাবলিক ইস্যুতে যেতে হলে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়া এবং বিদ্যমান পরিশোধিত মূলধন ন্যূনতম ১৫ কোটি টাকা থাকতে হবে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি বা ট্রাস্ট ছাড়া অন্যান্য ইস্যুয়ার তাদের ট্যানজিবল অ্যাসেটসের ৮০ শতাংশের বেশি প্রস্তাব করতে পারবে না।

খসড়া আইনটি পুরোটা পড়তে ক্লিক করুন:

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫১৫ বার পড়া হয়েছে ।
Tagged