নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনস লভ্যাংশ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৮ টাকা ৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৭ টাকা ৮২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়ায় ৪৩ টাকা ৩৬ পয়সা।
কোম্পানিটির ২৪তম বার্ষিক সাধারণ সভা বা এজিএম আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান