নাসির আহমাদ রাসেল : বিগত তিন অর্থ বছরে নিট মুনাফা ও পরিশোধিত মূলধন বেড়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের(আইসিবি)।
একইসঙ্গে কমিয়ে আনা হয়েছে প্রতিষ্ঠানটির মেয়াদী আমানতের পরিমাণ। বিনিয়োগ ব্যাংকটির পরিকল্পনা ও গবেষণা বিভাগের তথ্য বলছে, ২০১৯ সাল থেকে আইসিবির আর্থিক সক্ষমতা বৃদ্ধি, মূলধন কাঠামো শক্তিশালীকরণ, সুদভিত্তিক ব্যয় কমিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান পরিচালনা পর্ষদ।
যার ফলে, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ অর্থ বছরে ক্রমান্বয়ে নিট মুনাফা বেড়েছে আইসিবির। ২০১৯-২০ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ৩৯৪ কোটি ১৭ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এই চার অর্থ বছরে শেয়ারহোল্ডারদেরকে নগদ লভ্যাংশ বাবদ দেয়া হয়েছে ১৮৮ কোটি ৪৬ লাখ টাকা। এরমধ্যে ২০১৯-২০ অর্থবছরে দেয়া হয়েছে ৩৮ কোটি ৩৭ লাখ, ২০-২১ অর্থ বছরে ৮৮ কোটি ৬৪ লাখ, ২১-২২ অর্থ বছরে ৪০ কোটি ২৯ লাখ, ২২-২৩ অর্থ বছরে দেয়া হয়েছে ২১ কোটি ১৫ লাখ।
আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন শেয়ার বাজার প্রতিদিনের সঙ্গে আলাপকালে জানান, ২০১৯-২০ অর্থ বছরে ডিএসইএক্স ২৬.৪২ শতাংশ হ্রাস পেলেও মুনাফা ধরে রাখতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। শুধুমাত্র ২০২২-২৩ অর্থ বছরের অধিকাংশ সময় (২৭ জুলাই ২০২২ থেকে শেষ পর্যন্ত) ফ্লোর প্রাইসের কারণে পুঁজিবাজার স্থবির থাকায় ক্যাপিটাল গেইন হ্রাস পায়। ফলে নিট মুনাফাও হ্রাস পেয়েছে।
বছরটিতে আইসিবির নিট মুনাফা ছিল ৭৭ কোটি ৫৮ লাখ টাকা, ২০১৯-২০ অর্থবছরে আইসিবি নিট মুনাফা অর্জন করেছে ৫৬ কোটি ৬৮ লাখ টাকা, ২০২০-২১ অর্থ বছরে ১১৫ কোটি ৩৩ লাখ টাকা, ২০২১-২২ অর্থ বছরে ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা।
আইসিবি’র পরিকল্পনা ও গবেষণা বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ থেকে ২০২২-২৩ এই চার অর্থ বছরে সরকারি কোষাগারে নগদ
লভ্যাংশ এবং করসহ অন্যান্যখাতে মোট ১১৬৮ কোটি ২৯ লাখ টাকা জমা দিয়েছে আইসিবি। একই সময়ে আইসিবির পরিশোধিত মূলধন ৭৬৭ কোটি ৪৪ লাখ টাকা থেকে বেড়ে ৮৪৬ কোটি ১১ লাখ টাকায় উন্নীত হয়েছে। ২০২০-২১, ২০২১-২২ অর্থ বছরে প্রতিষ্ঠানটির মূলধন ছিল ৮০৫ কোটি ৮২ লাখ টাকা।
আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জানান, অতিরিক্ত মেয়াদী আমানত গ্রহণ করা এবং এর ফলে সুদ ব্যয় বৃদ্ধি পাওয়ায় আইসিবির আর্থিক
সক্ষমতা হ্রাস পাচ্ছিল।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য মেয়াদী আমানত কমিয়ে আনার উদ্যোগ নেন তিনি। ফলে বিগত চার অর্থ বছরে মেয়াদী আমানত ১৩,৪৫৬ কোটি ৯২ লাখ টাকা থেকে ২২৪১ কোটি ৪৯ লাখ টাকা কমিয়ে ১১,২১৫ কোটি ৪৯ লাখ টাকায় আনা সম্ভব
হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে আইসিবির মেয়াদী আমানত ছিল ১৩,৪৫৬ কোটি ৯২ লাখ টাকা। সেখান থেকে কমে ২০২০-২১ অর্থ বছরে বিনয়োগ ব্যাংকটির মেয়াদী আমানত দাঁড়ায় ১২,৮৪৭ কোটি ৭৯ লাখ টাকায়, ২০২১-২২ অর্থ বছরে মেয়াদী আমানত ছিল ১১,৯০৯ কোটি ৬৬ লাখ টাকা, ২০২২ -২৩ অর্থ বছরে এই মেয়াদী আমানত কমে দাঁড়ায় ১১,২১৫ কোটি ৪৯ লাখ টাকায়।
আইসিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন প্রতিষ্ঠানটির গৃহীত মেয়াদী আমানতের পরিমান কমে ৮,৮৮৬ কোটি ১৪ লাখ টাকায় দাঁড়িয়েছে।