দর বাড়ার শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স

সময়: রবিবার, জুলাই ১৯, ২০২০ ৫:৫১:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩৩১ বারে ১৮ লাখ ৮৬ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২১৮ বারে ৭১ হাজার ৯৫৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড । আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.১৮ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬২ বার পড়া হয়েছে ।
Tagged