দর বৃদ্ধির শীর্ষে ইউনিলিভার কনজিউমার

সময়: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ৭:৩৫:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন আজ রোববার (০৪ আগস্ট) শেয়ারবাজারে ভয়াবহ পতন হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) আজ লেনদেন হয়েছে ৩৯৭টি প্রতিষ্ঠানের। এরমধ্যে দর বেড়েছে মাত্র ৬টির। আর পতন হয়েছে ৩৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

তবে ডিএসইর প্রোপাইলে দর বৃদ্ধির তালিকায় ৬টি কোম্পানির নাম দেখা গেলেও দর বৃদ্ধির তালিকায় ৪টি কোম্পানির নাম দেওয়া হয়েছে। যেগুলো হলো-ইউনিলিভার কনজিউমার কেয়ার, বিজিআইসি, রিপাবলিক ইন্সুরেন্স ও এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার ২.০৩ শতাংশ, বিজিআইসি ১.৯০ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স ১.২৭ শতাংশ ও এক্সপ্রেস ইন্সুরেন্স ০.৪৬ শতাংশ।

 

Share
নিউজটি ৪০ বার পড়া হয়েছে ।
Tagged