নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ লিমিটেড এবং বঙ্গজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি দুটির ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরে সোনালী আঁশ লিমিটেড ১০ শতাংশ এবং বঙ্গজ লিমিটেড ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।