দুই ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সময়: সোমবার, নভেম্বর ১১, ২০১৯ ৬:০৫:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩০ সেপ্টেম্বর ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে দুই ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : ফান্ডটি ইউনিট হোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিউ) হয়েছে ৪২ পয়সা, আগের বছর একই সময় তা ছিল ৫৫ পয়সা। ৩০ সেপ্টেম্বও ১৯ শেষে ফান্ডটির ক্রয়মূল্য অনুসারে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সা। আলোচ্য সময়ে বাজার মূল্য অনুসারে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৫৯ পয়সা। আগামী ২ ডিসেম্বর বিনিয়োগকারী নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান (ইপিউ) হয়েছে ১৪ পয়সা, আগের বছর একই সময় তা ছিল ৪১ পয়সা। ৩০ সেপ্টেম্বও ১৯ শেষে ফান্ডটির ক্রয়মূল্য অনুসারে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সা। আলোচ্য সময়ে বাজার মূল্য অনুসারে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ২২ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৭৮ বার পড়া হয়েছে ।
Tagged