নিজস্ব প্রতিবেদক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে এই সাক্ষাত করেন।
সাক্ষাতে উভয়ের মধ্যে পারস্পরিক বিভিন্ন বিয়য়ে আলাচনা হয়। শেয়ারবাজারের উন্নয়নে উভয় এক্সচেঞ্জ কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করবেন বলে উভয়-ই সম্মত হন। এছাড়া পারস্পরিক সহযোগিতার হাত আরো বৃদ্বি করবেন বলে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী একমত পোষণ করেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান