নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পনির। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হলো- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংকের লিমিটেড।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা।
এক্সিম ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৭ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা।
ডাচ বাংলা ব্যাংক পিএলসি: সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানটির (এপ্রিল’২৪-জুন’২৪) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৩১ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৭৩ পয়সা আয় ছিল (রিস্টেটেড)।
আইএফআইসি ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৪ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৬ পয়সা।
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ৭৬ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।
সাউথইস্ট ব্যাংক পিএলসি: হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ৩০ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৪৪ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭২পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৩৩ পয়সা।
আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ২৪ টাকা ৪৬ পয়সা।
এবি ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ০৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪২ পয়সা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭১ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৪ পয়সা।
এসবিএসি ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৩ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪১ পয়সা।
ট্রাস্ট ব্যাংকের লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩২ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬১ পয়সা।