দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ২ ব্যাংক

সময়: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৪:৪৮:৫৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) শেয়ারপ্রতি লোকসানে রয়েছে ব্যাংকের। ব্যাংকগুলো হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির ইপিএস হয়েছে ৯৩ পয়সা (লোকসান)। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৯৮ পয়সা।
এদিকে অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৯৫ পয়সা।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ২৩ পয়সা লোকসান হয়েছিল।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির লোকসান ছিল ৩৯ পয়সা।

 

Share
নিউজটি ৯৭ বার পড়া হয়েছে ।
Tagged