দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক

সময়: রবিবার, জুলাই ২১, ২০১৯ ৮:০৯:৪৬ পূর্বাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির স্ট্যান্ডার্ড ব্যাংকের
দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে আজ এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের ৬ মাসের (জানুয়ারী-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে আয় হয়েছিল ১০ পয়সা। এদিকে কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ৩ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে আয় হয়েছিল ৩ পয়সা।
২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৮ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৫৫ পয়সা।

শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৩২ বার পড়া হয়েছে ।
Tagged