ধানমন্ডি সিকিউরিটেজের শাস্তি প্রত্যাহার করবে বিএসইসি

সময়: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১০:৩৬:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্ট (consolidated customers’ account) এর ঘাটতি পূরণ করায় এবং ভবিষ্যতে সিকিউরিটিজ আইন ভঙ্গ করবে না মর্মে অঙ্গীকার নামা প্রদান করায় ধানমন্ডি সিকিউরিটিজের শাস্তি প্রত্যাহার করবে বিএসইসি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯২১ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টের ঘাটতি পূরণের জন্য ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেড এর সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করে বিএসইসি। একইসাথে ২২ মার্চ, ২০২২ তারিখে ইস্যুকৃত কমিশনের নির্দেশনা নং- বিএসইসি/এসআরআই/সিসিএ/ডিএসই/২০২১/২১২ এ উল্লেখিত সকল শর্ত পুনরায় আরোপ করা হয়।

এছাড়াও, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক বা সিইও এর সকল ব্যাংক হিসাবের উত্তোলন বন্ধ (Debit suspension) করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কে পত্র প্রেরণ এবং উক্ত ব্যক্তিবর্গের সকল বিও হিসাব অবরুদ্ধকরণের জন্য সেন্ট্রাল ডিপজিটরী বাংলাদেশ লিমিটেডকে নির্দেশনা প্রদান করে বিএসইসি।

আলোচ্য স্টক ব্রোকার কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের জন্য পুলিশের বিশেষ শাখা বরাবর অনুরোধ পত্র প্রেরণ করে নিয়ন্ত্রক সংস্থাটি।

তবে কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্ট (consolidated customers’ account) এর ঘাটতি পূরণ করায় এবং ভবিষ্যতে সিকিউরিটিজ আইন ভঙ্গ করবে না মর্মে অঙ্গীকার নামা প্রদান করায় প্রতিষ্ঠান্টির শাস্তি প্রত্যাহার করবে বিএসইসি।

অন্যদিকে, গত ২১ আগস্ট, ২০২৪ তারিখে ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের ঘাটতি ছিলো ৭ কোটি ৭৪ লাখ ০৮ হাজার ৭২ টাকা।

Share
নিউজটি ১৬ বার পড়া হয়েছে ।
Tagged