নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত কারখানায় একটি পুরাতন ভবন ভেঙ্গে সেখান ১ লাখ ৬৯ হাজার ৬০০ বর্গফুট আয়তনে নতুন একটি পাঁচতলা ভবন নির্মাণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী অক্টোবরের প্রথম ভাগে শুরু হবে নতুন ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ। এর আগে আগামী আগস্টের মাঝামাঝি পুরাতন ভবন ভাঙ্গার কাজ শুরু হবে। নতুন ভবনের নির্মাণ ও সেখানে মেশিনারিজ বসানোর কাজ ২০২৪ সালের আগস্ট মাস নাগাদ শেষ হতে পারে।
এছাড়া, কারখানা প্রাঙ্গনে নতুন রাস্তা নির্মাণ, ড্রেন তৈরি, বর্জ্য পরিশোধনাগার (ইটিপি), কার্গো লিফট, ফায়ার ডিটেকশন অ্যান্ড হাইড্রেন সিস্টেম ইত্যাদির কাজ করবে কোম্পানিটি। সব মিলিয়ে প্রায় ৫১ কোটি টাকা ব্যয় হবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান