নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চানাচুর উৎপাদনে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, নতুন মেশিন স্থাপনের পর কোম্পানিটির বার্ষিক ৬ হাজার ৬০০ টন চানাচুর উৎপাদন করতে পারবে।
অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের পরিচালনা পর্ষদ কলকাতার গ্লোবাল মার্কেটিং সার্ভিসেস থেকে স্ন্যাক ফুড উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এ মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে।
এতে কোম্পানিটির ১৮ লাখ ৮৫ হাজার ২৫০ ডলার বা ২২ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৬২৫ টাকা ব্যয় হবে।
নারায়ণগঞ্জের কুতুবপুরে অবস্থিত কোম্পানিটির কারখানা এই মেশিন স্থাপন করা হবে। যার মাধ্যমে কোম্পানিটির বার্ষিক ৬ হাজার ৬০০ টন চানাচুর উৎপাদন করা যাবে।