সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স

নবায়নকৃত প্রিমিয়ামের ৭৯% মাঝপথে ঝড়ে পড়েছে

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০ ২:৩৯:২৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : একদিকে নতুন প্রিমিয়াম সংগ্রহে মন্থর গতি, অন্যদিকে বড়ছে পলিসি ঝরে পড়ার (তামাদি) হার। গেলো দু’ বছরে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের প্রথম বর্ষ নবায়ন প্রিমিয়ামের ৭৯ শতাংশ মাঝ পথে ঝরে পড়েছে। একই সময়ে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ কমেছে ৩৩ শতাংশ। নিয়ন্ত্রক সংস্থায় দাখিলকৃত বীমা কোম্পানিটির তথ্য পর্যালোচনায় এ চিত্র উঠে এসেছে।

তথ্য অনুসারে, ২০১৯ সালে কোম্পানিটির দ্বিতীয় বর্ষ নবায়ন প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ১০ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ ২০১৮ সালে সংগৃহীত ৪২ কোটি ৬৮ লাখ টাকা নতুন প্রিমিয়ামের মধ্যে ৩১ কোটি ৯৩ লাখ টাকা বা ৭৫ শতাংশ প্রিমিয়াম তামাদি হয়ে গেছে। এর আগে ২০১৮ সালে প্রিমিয়াম তামাদির পরিমাণ ৪২ কোটি ৪৭ লাখ টাকা বা ৭৯ শতাংশ এবং ২০১৭ সালেও ৩৮ কোটি ৭৪ লাখ টাকা বা ৭৯ শতাংশ।

এদিকে,২০১৯ সালে সানফ্লাওয়ার লাইফের প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ ৩৬ কোটি ১৮ লাখ টাকা, যা আগের বছর ২০১৮ সালে ছিল ৪২ কোটি ৬৮ লাখ টাকা। এর আগে ২০১৭ সালে এই প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ছিল ৫৩ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ ২০১৭ সালের তুলনায় ২০১৯ সালে ১৭ কোটি ৬৬ লাখ টাকা বা ৩৩ শতাংশ কম প্রিমিয়াম সংগ্রহ করেছে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স।

এ ছাড়াও ২০১৯ সালে সানফ্লাওয়ার লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ ১০৫ কোটি ৩৭ লাখ টাকা। এর আগে ২০১৮ সালে এই প্রিমিয়াম সংগ্রহ ছিল ১০৪কোটি ৮৫ লাখ টাকা। ২০১৭ সালে সানফ্লাওয়ার লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ১১৯ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ ২০১৭ সালের তুলনায় ২০১৯ সালে ১৪ কোটি ২৬ লাখ টাকা বা ২০ শতাংশ কম প্রিমিয়াম সংগ্রহ করেছে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স।

এ বিষয়ে কথা বলার জন্য সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৫৭ বার পড়া হয়েছে ।
Tagged