নর্দার্ন ইন্স্যুরেন্সের ইজিএমের তারিখ ঘোষণা

সময়: রবিবার, সেপ্টেম্বর ১, ২০১৯ ৪:৪৬:৪৬ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের বিশেষ সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর বেলা ১১টায় ঢাকার কাকরাইলে অবস্থিত ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি ভবন) এ সভা অনুষ্টিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।
প্রসঙ্গত কোম্পানিটিকে নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথারিটি (আইডিআরএ)। পূর্বের নাম নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড। এ কারণে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।
আজ এ শেয়ারের সর্বশেষ দর ছিল ২০ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারদর ১৬ টাকা থেকে ৩০ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।
২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৪২ কোটি ৬৬ লাখ টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১২.৪৮। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় (পিই) অনুপাত ১০।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৫১ বার পড়া হয়েছে ।
Tagged