নিজস্ব প্রতিবেদক : নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংকটি রেজিস্ট্রেড নাম আইএফআইসি ব্যাংক পিএলসি “ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড” পরিবর্তন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২৭ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিশেষ এজেন্ডার মাধ্যমে নাম পরিবর্তন করা হবে। নাম পরিবর্তনের জন্য ব্যাংকটির স্বংঘস্বারকে সংশোধন করা হবে।
আইএফআইসি ব্যাংক শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে নাম পরিবর্তন করতে পারবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান