ন্যাশনাল ফিড মিলের উৎপাদন শুরু

সময়: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০১৯ ৫:৩৪:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের ন্যাশনাল ফিড মিলের দীর্ঘদিন বন্ধ থাকা প্লান্টটি গতকাল থেকে পুনরায় উৎপাদন শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ৩টি প্লান্টের মধ্যে ১টি উৎপাদন প্লান্টে মেশিনারিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ১৫ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ৬০ দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদন শুরু করতে পারেনি। আরও ৫৫ দিন পর কোম্পানি ওই প্লান্টের উৎপাদন চালু করলো। তবে অন্যান্য প্লান্টের উৎপাদন স্বাভাবিক ভাবে চলছিল।

এদিকে আজ প্রতিটি শেয়ার সর্বশেষ ১০ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৮ টাকা থেকে ১৫ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৮৪ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৩৫০টি। ৩১ আগস্ট ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের কাছে রয়েছে ৩০.৪০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.০৬ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৯.৫৪ শতাংশ শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৪৭ বার পড়া হয়েছে ।
Tagged