নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘জেড’ ক্যাটাগরির পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর সোমবার সকাল ১১ টায় ঢাকাস্থ ১১৫ কাজী নজরুল ইসলাম এভিনিও’র পদ্মা লাইফ টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
এদিকে আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।গত এক বছরে ১৫ টাকা ১০ পয়সা থেকে ৩১ টাকায় ওঠানামা করে এ শেয়ারদর।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী