পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ সেপ্টেম্বর

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৭:৩৭:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০১৯ আর্থিক বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ও ৩০ জুন ২০১৯ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
২০১৮ আর্থিক বছরের প্রথম প্রান্তিকে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড কমেছিল ২১ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা ও মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের আকার দাঁড়িয়েছিল ১০৬ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা।
২০১৮ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড কমেছিল ৫৬ লাখ ৪০ হাজার টাকা ও মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের আকার দাঁড়িয়েছিল ১০৬ কোটি ৩১ লাখ টাকা।
কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর ২০১২ সালে ৮ শতাংশ বোনাস ও ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪২৮ বার পড়া হয়েছে ।
Tagged