পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএমবিএ সভাপতির একগুচ্ছ দাবি

সময়: শনিবার, অক্টোবর ৩১, ২০২০ ৩:১৮:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশের উপর কর হার ১০% করা সহ একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোঃ ছায়েদুর রহমান।
আজ শনিবার বিএমবিএ ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এর যৌথ উদ্যোগে আয়োজিত শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি এবং টেকসই উন্নয়ন নিয়ে ওয়েবিনারে স্বাগত বক্তব্যে তিনি এ দাবি জানান।
বিএমবিএ সভাপতি বলেন, বর্তমানে বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর ১০% অগ্রীম কর নেয়া হয়, আর কোম্পানির লভ্যাংশের উপর ২০% অগ্রীম কর নেয়া হয়। কোম্পানির লভ্যাংশের উপর নেয়া ২০% কর ই তাদের জন্য চূড়ান্ত করা হয়েছে, কিন্তু বিনিয়োগকারীদের অগ্রীম কর এর পর আরো ১০-২০% কর দিতে হয়। তাই অনেক বড় বিনিয়োগকারীর লভ্যাংশের উপর আগ্রহ থাকে না।
তাই সকল বিনিয়োগকারীদের যেন লভ্যাংশের উপর আগ্রহ থাকে সেজন্য অগ্রীম ১০% কর ই চূড়ান্ত কর নির্ধারণ করার দাবি জানিয়েছেন তিনি।

বিস্তারিত আসছে…

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫২৬ বার পড়া হয়েছে ।
Tagged