পুঁজিবাজারের পতন ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

সময়: বুধবার, জুলাই ১৭, ২০১৯ ৬:১৪:০০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে প্রতিদিন এক ঘণ্টা করে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন অব্যাহত রয়েছে। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি পালন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। মানববন্ধন চলাকালে গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে অব্যাহত পতন ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পাশাপাশি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ (বিএসইসি)-এর চেয়ারম্যান খায়রুল হোসেনের পদত্যাগ কিংবা তাকে অপসারণের দাবি জানান বিনিয়োগকারীরা। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী বরাবর এ-সংক্রান্ত স্মারকলিপি দেয়া হতে পারে বলে জানা গেছে।

এদিকে গতকাল মানববন্ধন চলাকালে ‘শেয়ারবাজার ঠিক করো, নইলে বুকে গুলি করো’- এ ধরনের সেøাগান শোনা গেছে বিনিয়োগকারীদের মুখে। মানববন্ধনে দাবি সম্বলিত ব্যানারে ৬ দফা দাবি উল্লেখ করেছেন তারা। এগুলো হচ্ছে- জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেট বন্ধ কর, ইস্যু মূল্যের নিচে অবস্থানরত কোম্পানিগুলোকে ইস্যু মূল্যে বাইব্যাক কর, আইপিও এবং প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ কর, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ বাধ্যতামূলক, খন্দকার ইব্রাহীম খালেদের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেনের পদত্যাগ।

বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন তার স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত রয়েছেন। সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে তিনি কোনো কাজই করছেন না। এমন চেয়ারম্যান দিয়ে পুঁজিবাজার ঠিক হবে না। তাই বিএসইসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দরপতন অব্যাহত থাকায় পুঁজি হারিয়ে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। এমন পরিস্থিতিতে আমাদের সামনে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।
তিনি বলেন, ২০১০ সালে যারা বাজার থেকে অনৈতিক সুবিধা নিয়েছিল, তারা আবার সক্রিয়। টানা দরপতনের পর আজ সূচক কিছুটা উঠলেও এটা স্বাভাবিক বাজার হতে পারে না। আমরা স্বাভাবিক স্থিতিশীল বাজারের দাবি করছি। দরপতনের ধারা অব্যাহত থাকলে নানা দাবি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেবো।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৪ বার পড়া হয়েছে ।
Tagged