নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক লিমিটেড। এ কারণে কোম্পানিটি এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এএএ) এর সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক এবং এএএ ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পনির টেকনোলজি অ্যান্ড সার্ভিসেসের গ্লোবাল ডাইরেক্টর মারুফ আহমেদ, এএএ ফিন্যান্সের চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ, আবদুল মতিন পাটোয়ারি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ইন-চার্জ), গোলাম ফারুক সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ইন-চার্জ) ও এএএ ফিন্যান্সের পরিচালক মোহাম্মদ ফেরদৌস মজিদ।
উল্লেখ্য, ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক লিমিটেড, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ট্রান্সফর্মেশনে বিশেষ ফোকাসসহ একটি গ্লোবাল আইটি সলিউশনস এবং পরিষেবাদি সরবরাহকারী প্রতিষ্ঠান।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী