নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার উন্নয়নে আর্থিক প্রতিবেদনের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)। আগামী ৩ মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।
‘দ্যা রোল অব ফিনান্সিয়াল রিপোর্টিং ইন দ্যা ডেভেলপমেন্ট অব ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এবং ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান সি কিউ কে মুস্তাক আহমেদ।
সেমিনার প্রসঙ্গে বিএমবিএ’র সভাপতি মো. ছায়েদুর রহমান দৈনিক শেয়ারবাজার প্রতিদিনকে বলেন, মূলত বিনিয়োগকারীদের সচেতনতা তৈরিই এ সেমিনারের লক্ষ্য। এ ধরনের সেমিনারে বিভিন্ন খাতের অভিজ্ঞতা সম্পন্নরা বক্তব্য রাখেন। প্রতিটি সেমিনার বা আলোচনা সভা থেকে বেশ কিছু প্রস্তাব ওঠে আসে। এসব প্রস্তাব বিবেচনা করে নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে বিনিয়োগকারী সবাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
তিনি বলেন, বিএমবিএ এখন থেকে নিয়মিতভাবেই এ ধরণের সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন করবে।
উল্লেখ্য, আগামী ৩ মার্চ, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান