পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালে যোগ দিলেন বিচারক হাছিনা রৌশন

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০১৯ ১১:৫০:৩২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে যোগদান করেছেন হাছিনা রৌশন জাহান। পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের তিনি তৃতীয় বিচারক। গতকাল বুধবার সকালে তিনি বিচারক মো. আকবর আলী শেখ- এর স্থলে যোগদান করেন।

এর আগে তিনি নোয়াখালীতে ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯’ এ জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রেশমা শেখ ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’- কে বলেন, ‘গতকাল বুধবার পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক হাছিনা রৌশন জাহান কাজে যোগদান করেছেন।’

এর আগে গত ১৭ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) শেখ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক হাছিনা রৌশন জাহানের বদলির এ তথ্য প্রকাশ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের তৃতীয় বিচারক হিসেবে হাছিনা রৌশন জাহান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তিন বছরের জন্য এ আদালতে বিচার কাজ পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন।

প্রসঙ্গত, ২০১০ সালে পুঁজিবাজার ধসের পর পৃথক বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২১ জুন এ ট্রাইব্যুনালের প্রথম বিচারিক কার্যক্রম শুরু হয়। এ বিশেষ ট্রাইব্যুনালের প্রথম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো. হুমায়ুন কবির। তারপর বিচারকের দায়িত্বে আসেন মো. আকবর আলী শেখ। এর পর তৃতীয় বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাছিনা রৌশন জাহান।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫২৪ বার পড়া হয়েছে ।
Tagged