নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড ৩০ জুন (২০১৮-২০১৯) আর্থিক বছরের জন্য ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা এবং শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৭ নভেম্বর সকাল ১১টায় চট্টগ্রামের পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ১৭ অক্টোবর।
প্রসঙ্গত কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৭ ও ২০১৮ সালে কোম্পানিটি ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিনি/রী