নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের ‘জেড’ ক্যাটাগরির প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কক্ষে কোম্পানিটির ১৪তম, ১৫তম এবং ১৬তম এজিএম অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির লভ্যাংশ ঘোষণা এবং লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হবে।
প্রসঙ্গত কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ ও ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয় এবং ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী