বিনিয়োগকারীদের বিক্ষোভকে কেন্দ্র করে জিডি

প্রতিবাদ ও মত প্রকাশের অধিকারে ডিএসই’র কুঠারাঘাত

সময়: বুধবার, আগস্ট ২৮, ২০১৯ ৫:০২:৩০ পূর্বাহ্ণ


নুরুজ্জামান তানিম/সালাহ উদ্দিন মাহমুদ :

পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতনের পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’-এর ব্যানারে গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। এ সময় তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সম্মান হানিকর মন্তÍব্য করেন। এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির ফলে ডিএসই’র কর্মকর্তা-কর্মচারিদের যাতায়াত এবং অফিসের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছে। বিনিয়োগকারীদের এ ধরণের কর্মকাণ্ড দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে ডিএসই। তাই বিষয়টি বিবেচনায় এনে মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিল থানায় একটি সাধারণ ডাইরি (জিডি নং-১৬১০৬) দায়ের করে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে বিনিয়োগকারীদের এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির পরিপ্রক্ষিতে ডিএসই’র এমন আচারণকে কঠোর সমালোচনা করেছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলেছেন, এর মাধ্যমে বিনিয়োগকারীদের মত প্রকাশের স্বাধীনতা ও দাবি আদায়ের অধিকারকে হুমকির মুখে ঠেলে দেয়া হলো। বিনিয়োগকারীদের মত প্রকাশের স্বাধীনতার ওপর ডিএসই হস্তক্ষেপ করতে পারে না। তবে মত প্রকাশ বা দাবি আদায় করতে গিয়ে যেন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সে বিষয়টিও বিনিয়োগকারীদের বিবেচনা করতে হবে।

ডিএসই সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ৯ থেকে ১০ জন লোক ডিএসই’র সামনে বিক্ষোভ করে। এতে ডিএসইর শেয়ারহোল্ডার, কর্মকর্তা ও কর্মচারিদের যাতায়াত ও অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। এছাড়াও বিনিয়োগকারীরা ডিএসই’র সামনে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করে আসছেন। ওই কর্মসূচিতে তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সম্মান হানিকর মন্তব্য করেছেন।

ডিএসই মনে করে, যেহেতু পুঁজিবাজার একটি স্পর্শকতর জায়গা, সেহেতু বিনিয়োগকারীদের এ ধরনের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে একটি নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে বহির্বিশ্বে বাংলাদেশের পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে নিরুৎসাহিত হন।

স্টক এক্সচেঞ্জে পুঁজিবাজার সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য অনেক মানুষের সমাগম ঘটে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ডিএসই’র পক্ষ থেকে এই জিডিটি করা হয়।
থানায় জিডি’র প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর রশিদ চৌধুরী ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’-কে বলেন, ‘পুঁিজবাজারকে তার নৈতিক অবস্থানে নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসই ব্যর্থ হয়েছে। পাশাপাশি দুর্বল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির সুপারিশ করে ডিএসই সহযোগিতা করেছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছি। তবে ডিএসই আমাদের এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে জিডি করে মূলত বিনিয়োগকারীদের মত প্রকাশের স্বাধীনতা ও দাবি আদায়ের অধিকারকে ক্ষুণ্ন করেছে। শিগগিরই ডিএসই’র এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে ‘পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক মো. সাঈদ হোসেন খন্দকার ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’-কে বলেন, ‘ডিএসইর সামনে বিনিয়োগকারীরা শান্তিপূর্ণ মানববন্ধন করবে এটা তাদের অধিকার। এর ওপর হস্তক্ষেপ করার অর্থ, বিনিয়োগকারীর মত প্রকাশের স্বাধীনতাকে শেষ করে দেয়া। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিষয়টি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’- কে বলেন, ‘বিনিয়োগকারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সভা-সমাবেশ করবে এটাই স্বাভাবিক। তবে তা শান্তিপূর্ণভাবে হতে হবে। ডিএসই’র এ ধরনের কর্মকাণ্ডে বিনিয়োগকারীদের অধিকার কিছুটা ক্ষুণ্ন হতে পারে। এক্ষেত্রে সভা-সমাবেশ ছাড়া বিনিয়োগকারীরা কীভাবে তাদের মত প্রকাশ ও দাবি পোষণ করবেন, তা বিএসইসি ও ডিএসই একত্রে বসে সিদ্ধান্ত নিতে পারে।’

এদিকে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’-কে বলেন, ‘বিনিয়োগকারীর অধিকার নিয়ে খেলা করা ডিএসইর কাজ নয়। প্রতিষ্ঠানটির উচিত বিনিয়োগকারীদের কথা বলার সুযোগ করে দেয়া। ডিএসই’র এ ধরনের আচরণের মাধ্যমে মত প্রকাশের অধিকার থেকে বিনিয়োগকারীদের বঞ্চিত করা হলো।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন মাধ্যমে তারা বিনিয়োগের অধিকার প্রকাশ করতে পারে। এটা তার মধ্যে একটি অন্যতম প্লাটফর্ম। এভাবে বিনিয়োগকারীদের অধিকারের ওপর ডিএসই হস্তক্ষেপ করতে পারে না।’

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৫৯ বার পড়া হয়েছে ।
Tagged