প্রভিশন সংরক্ষণের মেয়াদ বাড়ালো ২ বছর

সময়: বুধবার, জানুয়ারি ২২, ২০২০ ৯:১১:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : মার্জিন হিসাবের পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণের মেয়াদ আরো ২ বছর বাড়লো। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার বিএসইসি’র কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আবেদনের প্রেক্ষিতে প্রভিশন সংরক্ষণের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

বিএসইসি’র ২০১৭ সালের ২৮ ডিসেম্বরের নির্দেশনার (নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২০৩) মাধ্যমে প্রদত্ত মার্চেন্ট ব্যাংকারদের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিও’তে পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন রাখার ঐচ্ছিক সুবিধা দেয়া হয়েছে। বিদ্যমান সুবিধার মেয়াদ আরো ২ বছর বাড়ানো হয়েছে।

বিএমবিএ সূত্রে জানা গেছে, বাজারে দীর্ঘ মন্দার কারণে লোকসান কাটিয়ে উঠা সম্ভব হচ্ছে না। আর এ কারণে মার্জিন হিসাবে পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। বিদ্যমান বাজার পরিস্থিতিতে কমিশন প্রভিশন সংরক্ষণের মেয়াদ বাড়িয়েছে। এটি বাজারের জন্য ইতিবাচক সিদ্ধান্ত।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫০১ বার পড়া হয়েছে ।
Tagged