নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাইম আহমেদ। আজ মঙ্গলবার (০৯ জুন) প্রাইম ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১ জুন অনুষ্ঠিত ৫০০তম সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ জাইম আহমেদকে দুই বছরের জন্য এক্সিকিউটিভ কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত করেন। এর আগে গত বছরের ৩ এপ্রিল তিনি প্রথম প্রাইম ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দেশের বিশিষ্ট ব্যবসায়ী জাইম আহমেদ ম্যানুফ্যাকচারিং, কমোডিটি ট্রেডিং, মেটাল স্ক্র্যাপ খাতসহ দেশে ও বিদেশে আরও অনেক ব্যবসা পরিচালনা করছেন।
তিনি অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড এবং জেন ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। জাব্বার অ্যান্ড কোম্পানিও তার মালিকানাধীন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান