ফারইস্ট লাইফের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: সোমবার, নভেম্বর ২, ২০২০ ৬:৩৩:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এক সাথে প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই, ২০২০-সেপ্টেম্বর,২০২০) ৩১ কোটি ৬০ লাখ টাকার কনসুলেটেড প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় কমেছিল ১২৮ কোটি ৯০ লাখ টাকা।
এদিকে ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির কনসুলেটেড প্রিমিয়াম আয় বেড়েছে ৬০ কোটি ৫৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৮ কোটি ৪৬ লাখ টাকা।
আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছিল ৬৩ কোটি ২০ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ৩ হাজার ২৬৯ কোটি ৭১ লাখ টাকা।
(জানুয়ারি-জুন,২০) দ্বিতীয় প্রান্তিকে ৬ মাসে কোম্পানিটির কনসুলেটেড প্রিমিয়াম আয় কমেছে ৯২ কোটি ১৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৬ কোটি ৮৬ লাখ টাকা।
প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ,২০)
অন্যদিকে বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কনসুলেটেড প্রিমিয়াম আয় কমেছে ৮৭ কোটি ৮৮ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৮১ কোটি ১৫ লাখ টাকা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৫৬ বার পড়া হয়েছে ।
Tagged