ফারজানা লালারুখকে বিএসইসি’র নতুন কমিশনার নিয়োগ

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৫:৪৭:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ফারজানা লালারুখ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ।

আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ফারজানা লালারুখের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুসারে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য ফারজানা লালারুখকে বিএসইসির কমিশনার পদে নিয়োগ করা হলো।

এর আগে গত ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান ও ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে বিএসইসি’র কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য গত ৫ আগস্ট সরকারের পতনের পরে ১০ আগস্ট বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এর ২দিন পরে ১২ আগস্ট পদত্যাগ করেন কমিশনার অধ্যাপক ড.শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

 

Share
নিউজটি ২৪ বার পড়া হয়েছে ।
Tagged