নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ডিসেম্বর ২০২০) মঙ্গলবার সকাল ১১টায় ডিজিটালপ্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্ষদ ঘোষিত ১ দশমিক ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
ফু-ওয়াং ফুডসের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিতত্বে এজিএমে ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন উত্থাপন করা হয়। এরপর তা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।
এছাড়াও সমাপ্ত অর্থ বছরের জন্য পরিচালনা পর্ষদ ঘোষিত ১ দশমিক ৬৫ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। প্রথমবারের মতো আয়োজিত ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ আহমেদ চৌধুরি সিআইপি, পরিচালক
আফসানা তারান্নুম, স্বতন্ত্র পরিচালক কাজী তোফাজ্জল হোসেন ও সৈয়দ জিসান। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব শারিফ আল মাহমুদ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান