ফের স্থগিত বঙ্গজের বোর্ডসভা

সময়: রবিবার, নভেম্বর ২৪, ২০১৯ ৭:৩৯:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ফের স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত সোমবার কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শনিবারের এ সভা গতকাল রোববার অনুষ্ঠিত হওয়ার ঘোষাণা দিয়েছিল বঙ্গজ লিমিটেড। কিন্তু অনিবার্য কারণবশত ফের স্থগিত করা হয়েছে বঙ্গজের বোর্ড সভা। বোর্ড সভার তারিখ পরে জানানো হবে।
এদিকে আজ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে প্রতিটি শেয়ার ২১০ টাকা থেকে ৩৬২ টাকা ২০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটি ২০১৮ সালে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এ কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৭২ লাখ ৬১ হাজার ৫৬৫টি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

 

Share
নিউজটি ৩৭৭ বার পড়া হয়েছে ।
Tagged